স্টাফ রিপোর্টার, মোহনপুর: রাজশাহী মোহনপুরে বেপরোয়া গতির মাছভর্তি ভটভটির ধাক্কায় সোবহান আলী (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২ মে) বেলা ১১টার দিকে উপজেলার সইপাড়া চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোবহান আলী শিবপুর গ্রামের মৃত সাবের আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, সোবহান আলী কেশরহাট থেকে তার ১২ বছরের মেয়েকে নিয়ে সইপাড়া গাড়ি থেকে নেমে রাস্তা পার হতে গিয়ে মোহনপুর দিক থেকে আসা মাছভর্তি ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে আহত হন। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহনপুর থানার পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে চালক না থাকাই ভটভটি থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
Leave a Reply