স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নগরীতে মোটরসাইকেল ধাক্কায় নুরুউদ্দিন (৬৩) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুউদ্দিন ওই এলাকার বাসিন্দা। তার বাবার নাম তৈমুর শাহ।
বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, রাতে তালাইমারী শহীদ এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন নুরুদ্দিন। এ সময় তালাইমারীগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিযে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply