1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
শনিবার, ১৭ মে ২০২৫, ১২:১২ অপরাহ্ন

রাজশাহীতে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে নগরীর দক্ষিণ নওদাপাড়া বটতলা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় দুইটি চোরাই মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন জব্দ করেছে শাহ মখদুম থানা পুলিশ।

গ্রেফতাররা হলো নগরীর এয়ারপোর্ট থানার বায়া ভোলাবাড়ীর রাকিব আলীর ছেলে রিফাত (১৯), বারইপাড়ার মৃত মাজেদের ছেলে রাসেল আহম্মেদ (১৯) ও মৃত আসাদুলের ছেলে উজ্জ্বল (২০)।

রবিবার রাতে আরএমপি মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে শাহ মখদুম থানা পুলিশের একটি টিম দক্ষিণ নওদাপাড়া বটতলা মোড়ে অভিযান চালিয়ে আসামি রিফাতকে একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। রিফাতকে জিজ্ঞাসাবাদে সে জানায়, চোরাই মোটরসাইকেলটি তাকে রাসেল ও উজ্জ্বল বিক্রি করার জন্য দিয়েছে। আরেকটি চোরাই মোটরসাইকেল তারা বায়া বাজারের একটি বাসায় রেখেছেন।

রিফাতের দেওয়া তথ্যমতে ওই টিম শনিবার রাত আড়াইটার দিকে এয়ারপোর্ট থানার বায়া বাজারের ওই বাড়িতে অভিযান চালায়। এসময় একটি মোটরসাইকেলসহ আসামি রাসেল ও উজ্জ্বলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শাহমখদুম থানায় একটি মামলা দায়ের হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট