স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোর পৌর এলাকার সীমান্তবর্তী বিলে নিখোঁজের ৮ দিন পর সঞ্জিত (৩৫) নামে এক মৎস্যজীবীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মোহনপুর থানা পুলিশ।
রবিবার দুপুরে কালিগঞ্জ মাসিন্দা হালদার পাড়া বিলের মোহনপুর সীমানা থেকে নিখোঁজ ওই জেলের লাশ উদ্ধার করা হয়।
সঞ্জিত পৌর এলাকার মাসিন্দা হালদার পাড়া মহল্লার বিষ্ণু পদ’র ছেলে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশা বলেন, জেলের অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় রাখা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।
তিনি বলেন, রবিবার দুপুরে এলাকাবাসী বিল কুমারী বিলের পানিতে লাশ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অর্গধলিত লাশ উদ্ধার করা হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, গত ৮জুলাই সঞ্জিতের নিখোঁজের বিষয়ে তানোর থানায় তার পরিবারের পক্ষ থেকে সাধারন ডায়েরি করা হয়েছিল। এরপর থেকে তাকে উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেও কোন খোঁজ পাওয়া যায়নি।
Leave a Reply