স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলায় আবু সাঈদ (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার চর মাজারদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে। পরকীয়া সম্পর্কের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আবু সাঈদ ওই গ্রামের আমির হোসেনের ছেলে।
দামকুড়া থানার ওসি মশিউর রহমান জানান, এলাকার সজিবুর রহমান নামের এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল আবু সাঈদের। সজিবুর এটি মেনে নিতে না পেরে আবু সাঈদকে হত্যার পরিকল্পনা করেন। মঙ্গলবার রাত ৯টার দিকে আবু সাঈদকে একা পেয়ে সহযোগীদের নিয়ে সজিবুর তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আবু সাঈদকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় আবু সাঈদের স্ত্রী বীথি খাতুন বাদী হয়ে অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করেছেন। মামলায় সজিবুরসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনার পর রাতেই সুজন আলী ও সাহেব আলী নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply