স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ঈদের দিন এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় হোতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে আলিমগঞ্জ এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতাররা হলো রাসেল রানা (৩৪) ও রিপন ( ২২)। রাসেল মহানগরীর পবা থানার মাধাইপাড়ার মো: গোলামের ছেলে ও রিপন একই এলাকার কসিমের ছেলে।
জানা যায়, পবা থানার তালাগাছী গ্রামের সঙ্গে মাধাইপাড়া ও বীর গোয়ালিয়া গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ ছিলো। গত ২৯ জুন বিকেলে বীর গোয়ালিয়া গ্রামের হাকুর ছেলে জনি তার স্ত্রীকে নিয়ে তালগাছি গ্রামের ব্রিজের কাছে বেড়াতে যাওয়ার সময় তালগাছী গ্রামের জীবন ও জাকিরের মোটরাসাইকেলের সঙ্গে জনির ধাক্কা লাগাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। এনিয়ে স্থানীয়রা বিষয়টি মীমাংসাও করে দেন।
পরে গ্রেফতাররাসহ মাধাইপাড়া গ্রামের আরও ১৫-১৬ জন ওই দিন সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে তালগাছী ব্রিজের কাছে এসে জীবন ও জাকিরকে খুঁজতে থাকে। এসময় তালগাছী গ্রামের মো: ইসরাফিলের ছেলে রাব্বিকে (২২) একা পেয়ে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে মুমুর্ষ অবস্থায় ফেলে যায়। এরপর স্থানীয়রা রাব্বিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুন বেলা ১১টায় রাব্বি মারা যান। রাব্বির বাবা মো: ইসরাফিলের অভিযোগের পরিপ্রেক্ষিতে পবা থানায় হত্যা মামলা রুজু হয়।
Leave a Reply