স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে নিজাম উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার ডাঙাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিন সকালে স্বামীর বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের মা মাসুদা বেগম বলেন, ‘গত ৮ বছর আগে নিজামের সঙ্গে মেয়েকে বিয়ে দিই। বিয়ের সময় নগদ এক লাখ টাকা যৌতুক দেয়ার কথা ছিল। পরিবার অসচ্ছলতার কারণে বাকি ২০ হাজার টাকা দিতে পারিনি। এই টাকার জন্য নিজাম প্রায় আমার মেয়েকে মারধর করত। দুই সপ্তাহ আগেও তাকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। দুই দিন আগে আবার ফিরিয়ে নিয়ে যায়।’
মাসুদা বেগম আরও বলেন, ‘যৌতুকের টাকার জন্য আমার মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। এরপর লাশের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার নাটক সাজাতে ঘরের জানালার গ্রিলের সঙ্গে বেঁধে রাখে।’
Leave a Reply