রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার করায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের শাস্তি দাবি জানিয়েছে মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৮ জুন) বিকেলে নগরীর জিরো পয়েন্টে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানান তারা। পাশাপাশি শাহরিয়ার আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুতুলে আগুন ধরিয়ে দেন নেতাকর্মীরা।
সমাবেশে রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যার বিচারের দাবিও জানানো হয়। এর আগে, আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত নেতারা জানান, শাহরিয়ার আলম লাশ নিয়ে রাজনীতি শুরু করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা খায়রুজ্জামান লিটনকে নিয়ে অপরাজনীতি শুরু করেছেন। তাকে এর জবাব দিতে হবে।
সম্প্রতি রাজশাহীর বাঘা উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে বাঘা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যুর জন্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে দোষারোপ করেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এরপর থেকেই পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হয় রাজশাহীর রাজনীতি।
Leave a Reply