স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলায় সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারকর মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. নাসিরুল ইসলাম নাসির (২৯) চারঘাট থানার হলিদাগাছী পুরাতন আবাসন এলাকার মো. আজাহার আলীর ছেলে। রাজশাহী নারী ও শিশু আদালত-২ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আখতার মিতা রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি নাসির ওই শিশুকে প্রলোভন দেখিয়ে পাঠক্ষেতে নিয়ে যায়। পরে সেখানে তাকে ধর্ষণ করে। এসময় শিশুটি কানা করলে তাকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। পরে শিশুর মা চারঘাট থানায় ২০২০ সালের এপ্রিল মাসে মামলা করেন।
এই আইনজীবী আরও বলেন, ওই মামলায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর আসামিকে রাজশাহী কারাগার পাঠানো হয়েছে।
Leave a Reply