স্টাফ রিাপোর্টার : রাজশাহীতে পেশাগত দায়িত্বপালনরত অবস্থায় এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরা পার্সন রুবেল ইসলামের ওপর হামলার ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের আগামীকাল (২৫ সেপ্টেম্বর) কোর্টে তোলা হবে। কোর্টে মামলার শুনানি হবে বলে আদালতের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ঢাকার মোহম্মদপুর এলাকার একটি বাসা থেকে মামলার ২ নং আসামী বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের ভান্ডার রক্ষক জীবন (২২) ও ড্রাইভার আব্দুস সবুরকে (৪৭) গ্রেফতার করা হয়। পরে দুপুরের দিকে তাদের রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ তোলে রাজপাড়া থানা পুলিশ। এ সময় আইনজীবী আসাদুল ইসলাম তাদের পক্ষে জামিন আবেদন করেন। কিন্তু শুনানি শেষে বিচারক মোহাম্মদ ফয়সাল তারেক জামিন আবেদন নামঞ্জুর করেন। আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
প্রসঙ্গত, রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে ৫ সেপ্টেম্বর সংবাদ সংগ্রহ করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের হামলায় আহত হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরা পার্সন রুবেল ইসলাম। পরে বিএমডিএ সচিব শরিফ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিএমডিএ প্রধান কার্যালয়ের ভান্ডার রক্ষক মো. জীবন ও ড্রাইভার আব্দুস সবুরকে সাময়িক বরখাস্ত করা হয়।
Leave a Reply