স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সাপের কামড়ে শরীরে বিষক্রিয়া হয়ে সুমন (৩০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। সাপ ধরতে গিয়ে সাপের ছোবলে তার শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। বুধবার (২৬ অক্টোবর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত সুমন দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের ইউসুফপুর গ্রামের বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার পুলিশ জানায়,
বুধবার সন্ধ্যায় উপজেলার শ্যামপুর পশ্চিম পাড়ার আলতাফ হোসেনের বাড়িতে সাপ ধরতে যায় সুমন। এসময় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। সেখান থেকে বাড়ি ফিরে কাউকে কিছু না জানিয়েই রাতে শুয়ে পড়ে সুমন।
এরমধ্যে রাত আনুমানিক ১২টার দিকে তার শরীরে বিষক্রিয়া শুরু হলে সুমন তার খালাতো ভাই সবুজকে জানায়, সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত হয়েছে। তার শরীরে বিষক্রিয়া শুরু হয়েছে। এসময় দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলে সে। পরে তাকে রামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Leave a Reply