স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় মাইক্রোবাস ও মোটরবাইকের সংঘর্ষে বাচ্চু মিয়া (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন।এঘটনায় ক্ষিপ্ত জনতা সেই মাইক্রোটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার বিড়ালদহ মাজারের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া উপজেলার বিড়ালদহ এলাকার বাসিন্দা।
জানা গেছে, বেলা ১দিকে উপজেলার বিড়ালদহ মাজারের সামনে রাজশাহীগামী মাইক্রো এবং উল্টো পথে যাওয়া আরেকটি মোটরবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাইক আরোহী বাচ্চু মিয়া নিহত হয়। সংঘর্ষের পরে মাইক্রোতে থাকা সাত থেকে আটজন যাত্রী ঘটনার পরে মাইক্রো থেকে নেমে যায়। এসময় ক্ষিপ্ত জনতা আগুন দিয়ে মাইক্রোটি পুড়িয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট মাইক্রোটির আগুন নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply