স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিএনপি-জামায়াতের হরতালের বিরুদ্ধে শান্তি মিছিল ও উন্নয়ন সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। রবিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী নগরীর বিভিন্নস্থানে শান্তি মিছিল ও উন্নয়ন সমাবেশ করে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এরই ধারাবাহিকতায় নগরীর লক্ষ্মীপুর মোড়ে শান্তি মিছিল ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, রাজপাড়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, সহ-সভাপতি বাচ্চু, হাসান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব, পিন্টু, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো. সামাউন ইসলাম, ০৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সোহেল রানা বাবু, ০৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম লিটনসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply