স্টাফ রিপোর্টার: রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৬০ প্রার্থীর মধ্যে ৩৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আর প্রথমে পাঁচজনকে স্থগিত রাখা হলেও যাচাই-বাছাই শেষে পরে তা বাতিল করা হয়। তাই ৬০ জনের মধ্যে ২৩ জনের মনোনয়নই বাতিল ঘোষণা করা হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ এ ঘোষণা দেন।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) এই আসন থেকে ১১ প্রার্থী মনোনয়ন তুলেছিলেন। এর মধ্যে চারজনকে বাতিল ও সাতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জামাল খান দুদু, আল সাদ, বশির আহমেদ, নুরুন্নেসা, মোহাম্মদ শামসুদ্দিন ও শামসুজ্জোহা।
আর প্রার্থিতা বাতিল হওয়া ব্যক্তিরা হলেন- আখতারুজ্জামান, গোলাম রাব্বানী, মাহিয়া মাহি ও আয়েশা সিদ্দিকা ডালিয়া।
রাজশাহী-২ (সদর) আসনে ১৩ প্রার্থীর মধ্যে ছয়জন অবৈধ ও সাতজনকে বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- ফজলে হোসেন বাদশা, আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী, সাইফুল ইসলাম স্বপন, মোহাম্মদ আলী, কামরুল হাসান, ইয়াসির আলিফ বিন হাবিব ও মোহাম্মদ মারুফ শাহরিয়ার।
অবৈধরা হলেন- আবু রায়হান মাসুদ, রেজাউন নবী আল মামুন, শফিকুর রহমান বাদশা, মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ শাহাবুদ্দিন ও মোহাম্মদ শামিম।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ১১ জনের মধ্যে পাঁচজন প্রার্থীকে অবৈধ ও ছয়জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- আসাদুজ্জামান আসাদ, বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আয়েন উদ্দিন, একেএন মতিউর রহমান, সোলায়মান হোসেন, আবদুস সালাম, বজলুর রহমান।
অবৈধরা হলেন- মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ নিপু হোসেন, মোহাম্মদ সইবুর রহমান ও এনামুল হক।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে সাতজনের মধ্যে চারজনকে অবৈধ ও তিনজনকে বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- সংসদ সদস্য এনামুল হক, সাইফুল ইসলাম রায়হান, আবুল কালাম আজাদ।
আর মো. বাবুল হোসেন, মতিউর রহমান, জিন্নাহতুল ইসলাম জিন্নাহ ও আবু তালেব প্রামানিককে অবৈধ ঘোষণা করা হয়েছে।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ৯ প্রার্থীর মধ্যে তিনজনকে অবৈধ ও ছয়জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে বৈধরা হলেন- সংসদ সদস্য মনসুর রহমান, মোখলেসুর রহমান, সাবেক সংসদ সদস্য আবদুল ওয়াদুদ, শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম ও আবুল হোসেন।
অবৈধ প্রার্থীরা হলেন- ওবায়দুর রহমান, আহসান উল হক মাসুদ ও আলতাফ হোসেন মোল্লা।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ৯ প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়ন অবৈধ ও সাতজনকে বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন- সংসদ সদস্য শাহরিয়ার আলম, জুলফিকার মান্নান জামী, মহসীন আলী, রাহেনুল হক, রিপন আলী, সামসুদ্দীন রিন্টু ও আব্দুস সামাদ।
এছাড়া ইসরাফিল বিশ্বাস ও খাইরুল ইসলামকে অবৈধ ঘোষণা করা হয়েছে।
Leave a Reply