স্টাফ রিপোর্টার: রাজশাহীর পদ্মায় গোসলে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। শনিবার (১০ জুন) দুপুরে শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় গোসলে নেমে তারা নিখোঁজ হন।
নিখোঁজরা হলেন দরগাপাড়ার মৃত খাজা মঈন উদ্দিনের ছেলে রিফাত হোসেন (১৭) । অন্যজন্য সারোয়ার সায়েম (১৭) তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তারা দুজনেই ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন।
জানা যায়, কয়েকজন সহপাঠী মিলে তারা চরে ফুটবল খেলছিলেন। খেলা শেষে অনেকেই পদ্মায় গোসলে নামে। তবে, অনেকেই গোসল শেষে উঠে আসলেও রিফাত ও সায়েম নিখোঁজ হন। স্থানীয়রাসহ অনেক খোঁজাখুঁজির পর তাদের পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন।
Leave a Reply