স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার (৭ নভেম্বর) এসএম সামসুজ্জামান,পরিচালক (জনসংযোগ) ও যুগ্ন সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তফশিল ঘোষনা করা হয়েছে। প্রজ্ঞাপনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহনের কথা উল্লেখ করা হয়েছে। সেই মোতাবেক বাঘা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১ ডিসেম্বর, যাচাই-বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১০ ডিসেম্বর।
উপজেলা নির্বাচন অফিসার পৌর নির্বাচনের সহকারি রির্টানিং অফিসার মুজিবুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে বাঘা পৌর সভার নির্বাচন সংক্রান্ত পত্র পেয়েছেন। তিনি জানান, পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬৩৬। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮০০ জন ও নারী ভোটার ১৫ হাজার ৮৩৬। সর্বশেষ নির্বাচন হয়েছে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর।
Leave a Reply