স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রাজশাহীতে চার প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। আর আপিলে প্রার্থীতা ফিরে পেয়েছেন ছয়জন।
এর মাধ্যমে শেষ পর্যন্ত রাজশাহীর ছয় আসনের ভোটের মাঠে লড়াই করার জন্য টিকে রইলেন ৩৮ জন।
রবিবার (১৭ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এ তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহম্মেদ।
রাজশাহীতে নির্বাচনের মাঠে থাকছেন যারা—
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ভোটের লড়াইয়ে আছেন আটজন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী, বিএনএমের শামসুজ্জোহা বাবু, স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা (মাহিয়া মাহি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী বসির আহমেদ, বিএনএফর আল সাদাত, তৃণমূল বিএনপির প্রার্থী জামাল খান দুদু, এনপিপির নুরুন্নেসা ও জাতীয় পার্টির মোহাম্মদ শামসুদ্দিন।
রাজশাহী-২ (সদর) আসনে মোট ছয়জন ভোটযুদ্ধ করবেন। তারা হলেন- ১৪ দলীয় জোটের মনোনীত প্রার্থী ফজলে হোসেন বাদশা, জাসদের আবদুল্লাহ আল মাসুদ শিবলী, বিএনএম প্রার্থী কামরুল হাসান, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী ইয়াসির হাবিব বিন আলিফ ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মারুফ শাহরিয়ার।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে লড়াই করবেন ছয়জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত আসাদুজ্জামান আসাদ, বিএনএমের কেএম মতিউর রহমান মন্টু, জাতীয় পার্টির আবদুস সালাম খান বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী এনামুল হক, বিএনএফের বজলুর রহমান ও এনপিপির সইবুর রহমান।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে লড়াই করবেন ছয় প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী এনামুল হক, এনপিপির জিন্নাতুল ইসলাম জিন্না, জাতীয় পার্টির আবুল তালেব, স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেন ও বিএনএম প্রার্থী সাইফুল ইসলাম রায়হান।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে লড়াই করবেন ছয়জন। তারা হলেন- আওয়ামী লীগের আবদুল ওয়াদুদ দারা, জাতীয় পার্টির আবুল হোসেন, স্বতন্ত্র প্রার্থী ওবাইদুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির আলতাফ হোসেন মোল্লা, বিএনএমের শরিফুল ইসলাম ও গণফ্রন্টের মখলেসুর রহমান।
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনেও ছয় প্রার্থী ভোটের মাঠে টিকে আছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত শাহরিয়ার আলম, বিএনএম প্রার্থী আবদুস সামাদ, জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু, সাবেক এমপি ও স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক, এনপিপির মহসিন আলী ও জাসদের প্রার্থী জুলফিকার মান্নান জামী।
Leave a Reply