টুর্নামেন্টের ফাইনাল খেলার শুরুতেই দুই দল আক্রমণাত্মক খেলতে থাকলেও প্রথম অর্ধের খেলায় গোলের দেখা পায়নি কেউই। শেষ অর্ধের খেলায় দুর্দান্ত গোল করে জয়ের পথে দলকে এগিয়ে নেয় গণিত বিভাগের মিজানুর রহমান। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে খেলা গড়ালেও কোন দল আর গোল আদায় করতে পারে নি। ফলে ১-০ গোলে ম্যাচে জয় লাভ করে গণিত বিভাগ। খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্স আপসহ বিজয়ীদের মঝে পুরষ্কার বিতরণ করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়ে অধ্যক্ষ বলেন, পড়ালেখার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। তাই পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন ও খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
এসময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আবদুল্লাহ আল মাহমুদ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শহিদুল আলম, ক্রীড়া কমিটির আহ্বায়ক আনিসুজ্জামান মানিকসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ০১ নভেম্বর ২০২২ খ্রি. থেকে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় কলেজের ২৪ টি দল নকআউট ও লীগ ভিত্তিতে অংশগ্রহণ করে।
Leave a Reply