স্টাফ রিপোর্টার : সবার জন্য মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং ভালো থাকাই হোক বৈশ্বিক অগ্রাধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৭ অক্টোবর) রাজশাহী কলেজ মনোবিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি রাজশাহী অঞ্চল যৌথ উদ্যোগে কলেজ মিলনায়তনে “সুখী জীবন যাপন ও মানসিক স্বাস্থ্য” শীর্ষক এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ১০টায় মানসিক স্বাস্থ্য সচেতনতায় কলেজ ক্যাম্পাসে একটি র্যালী অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় মনোবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর পার্থ সারথি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,মানসিক সমস্যার শেষ পরিনতি আত্মহত্যা, যার পরিমান প্রতিনিয়ত বেড়ে চলেছে।পজেটিভ চিন্তার মাধ্যমে নিজে সচেতন হওয়া এবং আমাদের আশে পাশের মানুষদের সচেতনতার মাধ্যমে সমস্যাগ্রস্থদের সহচার্য দিয়ে পাশে দাঁড়াতে হবে। উন্নত জাতি গঠনের জন্য দক্ষ ও মজবুত মনের স্বাস্থ্য সম্পূর্ণ মানুষ দরকার। মনোবিজ্ঞানীরা সবাই মিলে কাজ করলে এ সমস্যার সমাধান হবে।
মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মসুদুল হক সিদ্দিকীর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন কলেজর উপাধ্যক্ষ মোহা: প্রফেসর ওলিউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান মোহা:শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মো:তকবীর হাসান এবং স্বাগত বক্তব্য রাখেন মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিতাই কুমার সাহা। সভায় আরো উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুলাহ আল মাহমুদ, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো:আজমত আলী রকি, প্রভাষক মো: মঞ্জুর হোসেনসহ প্রমুখ।
Leave a Reply