স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগর শাখার অন্তর্ভুক্ত রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের নতুন সভাপতি হলেন রাসিক দত্ত ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফর। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মহানগর শাখার সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এছাড়া মহানগর শাখার অন্তর্ভুক্ত আরও চার ইউনিটের কমিটি ঘোষণা করা হয়। তারা হলেন- বোয়ালিয়া (পূর্ব) থানা ছাত্রলীগের সভাপতি আহসানুল করিম হিমু, সাধারণ সম্পাদক সৈয়দ সাকলাইন ফাইয়াজ (দ্বীপ), শাহ মখদুম থানা ছাত্রলীগের সভাপতি আল ওয়াসিউল মামুন, সাধারণ সম্পাদক গোলাম মোওলা সোহান, শহীদ এএইচএম কামারুজ্জামান কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রাজা, সাধারণ সম্পাদক জাকারিয়া রিয়াল, আইএইচটি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেন আকাশ ও সাধারণ সম্পাদক ওমর ফারুক।
আগামী সিটি করপোরেশন নির্বাচন ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রলীগের এই কমিটি অনুমোদন দেয়া হয়।
Leave a Reply