স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজ দর্শন বিভাগের বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী উৎসব পালন করা হয়। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যাহ্নভোজ, খেলাধুলা ও র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়।
দর্শন বিভাগের প্রধান প্রফেসর রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল খালেক। এসময় বিনোদনমূলক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের লক্ষ্য ঠিক রেখে পড়াশোনার দিকেও মনযোগ দেওয়ার আহবান জানান অধ্যক্ষ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ উপাধ্যক্ষ মো ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আবদুল্লাহ আল মাহমুদ, দর্শন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মাহমুদা খাতুন। এছাড়া বিভাগের শিক্ষক-শির্ক্ষথীরা উপস্থিত ছিলেন। পরে এথিকস ক্লাবের কমিটি ঘোষণার মধ্য দিয়ে অনষ্ঠান শেষ হয়।
Leave a Reply