স্টাফ রিপোর্টার : দেশব্যাপী অঞ্জলি বিতরণ এবং বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হচ্ছে সরস্বতী পূজা। এরই ধারাবাহিকতায় রাজশাহী কলেজ হিন্দু হোস্টেলে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে সরস্বতী পূজা। কলেজ অধ্যক্ষের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় পূজার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল খালেকের মাধ্যমে পূজার উদ্বোধন করা হয়। বুধবার দুপুর ১২টার পর থেকে শুক্ল পক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে। তিথি আজ সকাল ১০টা ৫৮ মিনিটে শেষ হয়েছে। সকালে ধূপ, দীপ জ্বেলে, প্রতিমা স্থাপন করে ফুল দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
হিন্দু শাস্ত্রমতে, এ দিনটিতে দেবী সরস্বতী জন্মগ্রহণ করেছিলেন। সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। এ জন্য ভক্তবৃন্দ, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করে থাকে।
বহু বছর যাবত হিন্দু হোস্টেলের সূচনা লগ্ন থেকে পুজা আর্চনা উদযাপন হয়ে আসছে। কলেজের ছাত্র-ছাত্রীসহ আশেপাশের হিন্দু ধর্মালম্বীদেরও এখানে আগমন ঘটে। সারাদিন অঞ্জলি বিতরণ এবং দুই পর্বের প্রসাদ বিতরণসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে পূজা পালন হবে। সকল কার্যক্রম শেষে আগামীকাল প্রতিমা বিসর্জ্জনের মধ্যে দিয়ে পুজার আনুষ্ঠানিকতা শেষ বলে জানান আয়োজকরা।
Leave a Reply