স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং একইসঙ্গে জেলা শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল- নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী জেলা শাখা ছাত্রলীগের কমিটির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রতিবেদন অনুসারে চারটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো- নৈতিক স্খলনজনিত কারণে রাজশাহী জেলা শাখা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। তার বিরুদ্ধে বিএনপি-জামাত সংশ্লিষ্টতার অভিযোগ সত্য প্রমাণিত হয়নি; একই কারণে সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে অব্যাহতি দেয়া হলো; রাজশাহী জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো; তদন্তাধীন অবস্থায় জেলা শাখা ছাত্রলীগ কর্তৃক স্বাক্ষরিত বাগমারা উপজেলা ছাত্রলীগ শাখার যে কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টিগোচর হয়েছে যা অবৈধ বলে বিবেচিত এবং জেলা শাখার সকল নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হলো।
Leave a Reply