স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা যুবলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সূর্যদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এদিন সকাল সাড়ে ১০টায় নগরীর লক্ষীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগের নেতাকর্মীরা।
এছাড়া বেলা দেড়টার দিকে শহীদদের স্মরণে দোয়া এবং অসহায়-দু:স্থদের মাঝে খাবার বিতরণ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগের সহ-সভাপতি মুজাহিদ হোসেন মানিক, মীর আক্তার মিতুল, আলমগীর হোসেন রঞ্জু, আরিফুল ইসলাম রাজা, মাহমুদ হাসান ফয়সাল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলী আজম সেন্টু, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, সেজানুর রহমান সেজান, মো. সামাউন ইসলাম, প্রচার সম্পাদক রফিকুজ্জামান, উপ-প্রচার সম্পাদক শাহাদত হোসেন পিন্টু, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম ভূইঞা, সহ-সম্পাদক সেলিম জাহাঙ্গীর সদস্য, মোক্তার হোসেন, জৌলুস মাহমুদ জেমস প্রমুখ।
Leave a Reply