স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন বর্তমান জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: সামাউন ইসলাম। রবিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউ যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে জীবন বৃত্তান্ত জমা দেন তিনি।
আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিনের হাতে সিভি জমা দেন সামাউন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবলীগের সহ-সভাপতি গোলাম মোর্শেদ রঞ্জু, সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু ও সাংগঠনিক সম্পাদক মামুন আল-রশিদ মাসুম।
সিভি জমা দেওয়ার সময় সামাউন গণমাধ্যমকে বলেন, বিতর্কমুক্ত যুবলীগ গড়তে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার প্রত্যয়ে সবাইকে নিয়ে কাজ করতে চাই। রাজনীতিতে আমার মেধা, যোগ্যতা ও ত্যাগের মূল্যায়ন করে জেলা যুবলীগের সাধারন সম্পাদক পদে আমাকে নির্বাচিত করবেন বলে আশা রাখি ।
এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় যুবলীগ। যুবলীগের দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পদ-প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান করেছেন আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।
আগামী ২০ ফেব্রুয়ারি জীবন বৃত্তান্ত জমা নেওয়ার শেষ সময় দেওয়া হয়েছে।
এদিকে, পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহবানের বিজ্ঞপ্তি ফেসবুকসহ বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ পেলে আবারও চাঙ্গা হয়ে উঠে রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের সাংগঠনিক তৎপরতা।
Leave a Reply