স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লাল-সবুজের পতাকা মিছিল করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে কুমারপাড়ার দলীয় কার্যালয় থেকে লাল-সবুজের পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার পয়েন্টে শেষ হয়। মিছিল শেষে সেখানে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, সদস্য আতিকুর রহমান কালু, নগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আকতার আলী, নগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম।
সমাবেশে বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় পেয়েছে। বিশ্বের কাছে বাংলাদেশ আজ একটি বিস্ময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সকল স্তরের উন্নয়ন আজ বিশ্বের রোল মডেল। আমরা লক্ষ্য করছি ৭১-এর পরাজিত শক্তিরা তথা বিএনপি-জামায়াত এদেশের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্থ করার জন্য নৈরাজ্য, অপরাজনীতি ও সন্ত্রাসবাদী কর্মকাণ্ড করছে। এহেন কর্মকাণ্ড দেশবিরোধী কর্মকাণ্ডের সামিল। তারা এদেশের উন্নয়নকে সহ্য করতে পারে না, দেশ ও জনগণের ক্ষতি করার জন্য সর্বক্ষণই তৎপর থাকে। দেশবিরোধী কর্মকাণ্ডের জন্য দেশের জনগণ তাদেরকে প্রত্যাখান করেছে বলেই শোক পালন হিসেবে তারা আজ কালো পতাকা মিছিল করছে। তারা শোকে শোকাহত।
বিএনপি-জামায়াতের নেতাদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা আর দেশবিরোধী কর্মকাণ্ড করেন না, আর দেশের সম্পদ ও জনগণের ক্ষতিসাধন করেন না। এখনও সময় আছে আওয়ামী লীগের সমীপে আত্মসমর্পণ করুন নতুবা বাংলাদেশের জনগণ আপনাদেরকে উপযুক্ত জবাব দিবে।
উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য মুশফিকুর রহমান হাসনাত, হাবিবুর রহমান বাবু, শাহাব উদ্দিন, এ্যাড. শামসুন্নাহার মুক্তি, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, থানা আওয়ামী লীগের মধ্যে বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু প্রমুখ।
Leave a Reply