1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০২:০২ অপরাহ্ন

রাজশাহীতে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, মোহনপুর: রাজশাহীর মোহনপুর উপজেলায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ জুন) বিকেলে উপজেলার সইপাড়া গ্রামের একটি বিদ্যালয়ের পাশের পুকুরপাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ওই যুবকের বয়স ২৫ থেকে ৩০ বছর হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে সইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের জেলা পরিষদের নতুন পুকুরের পাড় এলাকা থেকে দুর্গন্ধ আসছিল। স্থানীয়রা ওই দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তরুণের অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন।

পরে ৯৯৯- এ কল করলে মোহনপুর থানা-পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এ সময় লাশের পাশ থেকে কাশির সিরাপের বোতল ও কয়েকটি চেতনানাশক ওষুধ উদ্ধার করে পুলিশ।

মোহনপুর থানার পুলিশের ধারণা, এক সপ্তাহ আগে ওই তরুণের মৃত্যু হয়েছে। যেখান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে, সেখানে সাধারণত মানুষের আনাগোনা কম। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ওই তরুণের মৃত্যুর কারণ জানা যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট