স্টাফ রিপোর্টার, পুঠিয়া: শোকাবহ আগস্টের বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী জেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। পুঠিয়া উপজেলা যুবলীগের আয়োজনে রবিবার বেলা ১১টার দিকে রাজবাড়ির পাশে বৃক্ষরোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম আলী আজম সেন্টু, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ্, সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামাউন ইসলাম, দফতর সম্পাদক মিজানুর রহমান(পল্লব), শিল্প-ব্যনিজ্য সম্পাদক সেলিম শেখ, ক্রীড়া সম্পাদক উইলিয়ামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বৃক্ষরোপন কর্মসূচীতে সভাপত্বিত করেন পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি। সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে বৃক্ষরোপণ কর্মসূচী চলমান।
Leave a Reply