স্টাফ রিপোর্টার, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৯ জন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সুলতান উল ইসলাম জানান, ১০তলা বিশিষ্ট হল নির্মাণের কাজ চলছিলো। ফটকের কাছে প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিলো। সেখানকার সাটারিং ভেঙে এ ঘটনা ঘটে। এসময় সবাই আতংকিত হয়ে ছোটাছুটি শুরু করে। পরে বোঝা যায় সাটারিং ভেঙে পড়েছে। কিছুক্ষণ ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে পৌঁছানোর পর আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে কেউ মারা যায়নি।
ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙে পড়েছে এমন খবরে আমাদের দুইটি টিম ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
Leave a Reply