স্টাফ রিপোর্টার: করোনা সংক্রমণে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইসলাম উদ্দিন (৫৫) নামে এক রোগী মারা গেছেন। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন আফসার আলী (৭৫) নামে আরেকজন।
রবিবার (২৪ জুলাই) সকাল ৯টা থেকে সোমবার (২৫ জুলাই) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে ইসলাম উদ্দিন বগুড়ার আদমদিঘী এলাকার বাসিন্দা। ২ দিন আগে করোনার উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে আসেন। পরে পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে একজন এবং সংক্রমণের উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।
করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫ জন। ভর্তি অন্য ৩ জন করোনা নেগেটিভ। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যান একজন রোগী। নতুন করে ভর্তি হয়েছেন একজন।
Leave a Reply