1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
সোমবার, ১২ মে ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে
ফাইল ছবি
স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বেদেনা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  এ নিয়ে হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে রামেক কর্তৃপক্ষ জানায়,  বেদেনার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলায়। তিনি ঢাকায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ আগস্ট ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। আর গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৪ জন রোগী ভর্তি হয়েছেন। এসময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন রোগী।

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৯৫ জন রোগী। এদের মধ্যে স্থানীয়ভাবে আক্রান্ত হয়ে ভর্তি আছে ৫০ জন রোগী। ডেঙ্গু আক্রান্ত রোগীগুলো ২৫, ৩০, ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য এনএস-১ অ্যান্টিজেন টেস্ট ফ্রি করা হয়েছে। জটিল ডেঙ্গু রোগীদের জন্য আই সি ইউসহ অন্যান্য চিকিৎসা সেবাও প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ৫০৭ জন রোগী। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০৯ জন। আর ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট