1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন

রাশিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ১৬ জনের প্রাণহানি

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৫৩৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার উলিয়ানোভস্ক অঞ্চলে একটি মিনিবাস ও দুটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। রবিবার (২১ আগস্ট) এ ঘটনা ঘটে। দেশটির ইমার্জেন্সি সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিকোলায়েভকা গ্রামের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের সঙ্গে সংঘর্ষের সময় একটি ট্রাক রাস্তা থেকে উল্টে যায়। এসময় অপর একটি ট্রাক পেছন থেকে মিনিবাসটিকে ধাক্কা দেয়। দুই ট্রাকের মাঝে চ্যাপ্টা হয়ে যায় মিনিবাসটি। এতেই হতাহতের ঘটনা ঘটে।

নিহত ১৬ জনের মধ্যে ১৪ জনই কিরগিজস্তানের নাগরিক এবং বাকী দুইজন রাশিয়ার। এক বিবৃতিতে কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী তাদের নাগরিকদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় গুরুতর আহত দুইজন পুরুষ ও একজন নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেলিগ্রাম চ্যানেলে আঞ্চলিক গভর্নর আলেক্সি রুস্কিক বিষয়টি জানান।

নিরাপদ সড়ক আইন লঙ্ঘন নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে রাশিয়ায়। কয়েক বছর ধরে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে দেশটিতে। গত জানুয়ারিতে রিয়াজান অঞ্চলে বাস দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২১ জন আহত হন। সাইবেরিয়ায় ২০১৯ সালের ডিসেম্বরে ৪০ জন যাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে ১৯ জন নিহত ও ২১ জন আহত হন। সূত্র: মস্কো টাইমস

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট