1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

রেকর্ড গড়া জয়ে স্পেনের বিশ্বকাপ শুরু

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২৪৩ বার পড়া হয়েছে

রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ শুরু স্পেনে
স্পোর্টস ডেস্ক : আলভারো মোরাতা, আনসু ফাতির কেউ নেই। গোল কে দেবে? এ নিয়ে ফিসফাস শুরুতেই থামিয়ে দিল স্পেন। সত্যিকারের কোনো নাম্বার নাইনকে ছাড়াও যে গোল উৎসব করা যায় দেখিয়ে দিল লুইস এনরিকের দল। কোস্টা রিকাকে উড়িয়ে দাপটের সঙ্গে শুরু করল বিশ্বকাপ অভিযান।

দোহার আল থুমামা স্টেডিয়ামে বুধবার ‘ই’ গ্রুপের ম্যাচে ৭-০ গোলে জিতেছে স্পেন। বিশ্বকাপে এটাই তাদের সবচেয়ে বড় জয়। ১৯৯৮ সালে বুলগেরিয়ার বিপক্ষে ৬-১ ব্যবধানে জিতেছিল তারা। সেই রেকর্ড ভেঙে প্রথমবারের মতো বিশ্বকাপে ৭ গোল দিল স্পেন। জোড়া গোল করেন ফেররান তরেস। একটি করে দানি ওলমো, মার্কো আসেনসিও, গাভি, কার্লোস সলের ও মোরাতা।

বাঁশি বাজতে যা দেরি, আক্রমণের নয়! আক্ষরিক অর্থে প্রথম মিনিট থেকে যেন ঝাঁপিয়ে পড়ল স্পেন। পঞ্চম মিনিটে পেয়ে গেল প্রথম ভালো সুযোগ। পেদ্রির কাছ থেকে বল পেয়ে দূরের পোস্টে একটুর জন্য শট লক্ষ্যে রাখতে পারলেন না অরক্ষিত ওলমো। নবম মিনিটে সুযোগ তৈরি করলেন পেদ্রি। কিন্তু কাজে লাগাতে পারলেন না আসেনসিও। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের শট বেরিয়ে গেল বার ঘেঁষে। এর দুই মিনিট পর ফুরাল গোলের জন্য স্পেনের অপেক্ষা। ডি-বক্সের একটু বাইরে থেকে চমৎকার চিপে গাভি খুঁজে নিলেন ওলমোকে। প্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণে নিয়ে, এগিয়ে আসা গোলরক্ষক কেইলর নাভাসকে এড়িয়ে জাল খুঁজে নিলেন তিনি।

বিশ্ব মঞ্চে স্পেনের গোল স্পর্শ করল তিন অঙ্ক। শততম গোলের পর আরেকটির জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। ২১তম মিনিটে স্কোরলাইন ২-০ করে ফেলল স্পেন। মাঝমাঠ থেকে বাঁদিকে বল পেলেন অরক্ষিত জর্দি আলবা। কেউ তাকে চ্যালেঞ্জ জানাতেও গেলেন না। বার্সেলোনা ডিফেন্ডার পেলেন অনেক সময়। দেখেশুনে ডি-বক্সে খুঁজে নিলেন আসেনসিওকে। তার শটে হাত ছোঁয়ালেও জালে যাওয়া ঠেকাতে পারেননি কোস্টা রিকা গোলরক্ষক।

৩১তম মিনিটে সফল স্পট কিকে দলের তৃতীয় গোলটি করেন তরেস। নাভাসকে অন্য দিকে পাঠিয়ে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। আলবা ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল স্পেন। প্রথমার্ধের বাকি সময়ে চাপ ধরে রাখে ২০১০ আসরের চ্যাম্পিয়নরা। তবে আর জালের দেখা পায়নি তারা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট