স্টাফ রিপোর্টার : রেনেসাঁস কিন্ডারগার্টেন স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর ১নং ওয়র্ডে রায়পাড়ায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা উৎসবে লোকজনের সমাগম দেখা যায়।
বিদ্যালয়ের পরিচালক মোঃ সামাউন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মোঃ রজব আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানার ওসি মোঃ মসিউর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশনাল পারভেজ।
পিঠা উৎসবে রয়েছে নয়নতাঁরা, ফুল পিঠা, রাজকীয় , নকশি, সেমাই, ভাপা, সুজির বরফি, ডাল বরফি, সন্দেশ, গোলাপ পিঠা, খেজুর, নুডলসের পাঁকুড়া ইত্যাদি।
Leave a Reply