দেশজুড়ে ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে লিচু বাগানের ভেতর থেকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে অনেক আঘাতের চিহ্ন রয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার টেপিরবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের লিচু বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রথমে তাকে কোনো গাড়ি থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করা হয়। এরপর গুরুতর আহত অবস্থায় নির্জন লিচু বাগানের ভেতরে নিয়ে হত্যাকারীরা তার মৃত্যু নিশ্চিত করে গাছে মরতেহ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। নিহতের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply