স্টাফ রিপোর্টার: রাজশাহী শাহ্ মখদুম মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের (৯ম ব্যাচ) ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টশন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় কলেজের মিলনায়তনে ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বিশিষ্ট গাইনিকলোজিস্ট ডা: ফাতেমা সিদ্দিকার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কলেজের কো-চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কলেজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুজ্জামান স্বাধীন, ফরেনসিক বিভাগের প্রধান ডা: মোঃ এনামুল হক, শিশু বিভাগের বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা: এবি সিদ্দিকী, গাইনিকলোজি বিভাগের রেজিস্ট্রার তাওহীদা ইয়াসমীন। এছাড়াও লেকচারার ডা: মো: মোজ্জামেল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও বিশেষ অতিথি মো. মনিরুজ্জামান স্বাধীন। তিনি তার বক্তব্যে কলেজ প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকে বর্তমান সময়ের প্রেক্ষাপট সংক্ষিপ্ত বর্ণনা করেন। তার পক্ষ থেকে সকল প্রকারের সহযোগিতার আশ্বাস প্রদান এবং প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নজরুল ইসলাম এবং মোসাঃ হুসনেআরা বেগম।
Leave a Reply