আন্তর্জাতিক ডেস্ক: অদ্ভূত এক ঘটনায় দক্ষিণ সুদানের পুলিশ বলেছে, তারা একটি গরুকে গ্রেফতার করেছে। ১২ বছরের এক শিশুকে হত্যার দায়ে গরুর পাশাপাশি এর মালিককেও গ্রেফতার করা হয়েছে। সোমবার স্থানীয় পুলিশের বিবৃতির বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত সপ্তাহের এক সন্ধ্যায় গরুটি একটি খামারের কাছে হাঁটছিল। সেই সময় ওই শিশুর ওপর আক্রমণ চালায় গরুটি। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। দক্ষিণ সুদানের লেইকস স্টেটে এই ঘটনা ঘটেছে।
লেইকস স্টেট পুলিশের মুখপাত্র মেজর এলিজাহ মাবর বলেছেন, গরুটি এখন রুম্বেক সেন্ট্রাল কাউন্টির একটি থানায় বন্দি রয়েছে। ময়না-তদন্তের জন্য শিশুটির মরদেহ হাসপাতালে নেয়া হয়েছিল। পরে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।
Leave a Reply