বিনোদন ডেস্ক: গত রোজার ঈদে ভিন্ন আবহে হাজির হয়েছিলেন ব্যাচেলররা। দেখা গিয়েছিল ‘ব্যাচেলর’স রমজান। কোরবানির ঈদেও পরিচালক কাজল আরেফিন অমি প্রস্তুতি নিচ্ছেন। আসবে তাদের নতুন নাটক ‘‘ব্যাচেলর’স কোরবানি’’।
‘‘ব্যাচেলর’স পয়েন্ট’’ ধারাবাহিকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া প্রতিটি চরিত্রই এবারের পর্বে থাকছে। থাকবেন শুভ, হাবু, শিমুল, কাবিলা, পাশা ভাইসহ প্রায় সবাই। পুরো টিম নিয়েই শুটিং করছেন পরিচালক অমি। আর এবারে একটু বিপত্তি হয়ে গেলো। নাটক করতে গিয়ে গরুর ধাওয়াও হজম করতে হয়েছে শিল্পীদের।
অমি জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর এই বিশেষ পর্বে তুলে ধরা হবে ব্যাচেলররা কীভাবে কোরবানির জন্য গরু কিনতে যায়, গরুর হাটে তাদের সঙ্গে কী ঘটনা ঘটে; কাবিলা, পাশা, শুভ কিংবা হাবু ভাইয়েরা কীভাবে ঈদ উদযাপন করে- এ সমস্ত কিছু। আর গরু কিনতে গিয়েই হবে নানা ঝক্কি। এমনকি ফেরার পর গরুদের ধাওয়াও খেয়েছেন শিল্পীরা। এতে পড়ে গিয়ে চোটও পেয়েছেন কাবিলা ও হাবু।
জানা যায়, বরাবরের মতোই মূল চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম ও শিমুল শর্মা প্রমুখ। নতুন এ কিস্তিটি দেখা যাবে ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে।
উল্লেখ্য, ‘‘ব্যাচেলর’স পয়েন্ট’’ ধারাবাহিক নাটকের মাধ্যমে পরিচিতি পায় চরিত্রগুলো। তুমুল জনপ্রিয়তা পাওয়ায় এসেছে এর সিক্যুয়েল। এছাড়া ঈদের জন্য তৈরি হয় বিশেষ নাটক। আর গত মার্চ থেকে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’-এর প্রচার শুরু হয়েছে। ইতোমধ্যে ৩৬টি পর্ব প্রচার হয়েছে। জনপ্রিয়তাও পেয়েছে বেশ।
Leave a Reply