শুধুমাত্র বিদেশি দাতা সংস্থা ও রেমিট্যােন্সর টাকা দিয়ে বাংলাদেশের মতো একটা বড় ইকোনমিক দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।
তিনি বলেন, ব্যবসায়ীরা তাদের নিরাপত্তার অনিশ্চয়তায় ভুগছেন। বিশেষ করে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলগুলোতে এসব চিত্র দেখা গেছে। ফলে ব্যবসায়ীদের পাশাপাশি আমাদের দেশি বিনিয়োগকারীদেরও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সেই তাদের আস্থা অর্জন করতে হবে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মতিঝিলিে বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ শীর্ষক সেমিনারে সৈয়দ নাসিম মঞ্জুর এসব কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ওই সেমিনার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সেমিনারে সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, বর্তমান সংকট থেকে পরিত্রাণ পেতে চাইলে আমাদের বিজনেস কমিউনিটি তৈরি করতে হবে। এছাড়া শ্রমিকদের উন্নয়নে বিনিয়োগ করতে হবে। কেননা শ্রমিকদের উন্নয়ন মানেই আমাদের উন্নয়ন অর্থাৎ দেশের উন্নয়ন।
সেমিনারে অংশ নেন এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাসরুর রিয়াজ, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান এবং সিইও আহসান খান চৌধুরী এবং ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাসেম খান ও শামস মাহমুদ।
Leave a Reply