স্পোর্টস ডেস্ক: দল ঘোষণা হবে। তিনি হয় ছুটিতে স্ত্রী-সন্তানের সাথে যুক্তরাষ্ট্র থাকবেন, না হয় বিসিবির এনওসি নিয়ে কোনো আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে। তারপর সবার শেষে দলের সঙ্গে যোগ দেবেন, এবং নামমাত্র অনুশীলন করে দলের সাথে বিদেশ ট্যুরে যাবেন। এটা এখন প্রায় রীতি হয়ে দাঁড়িয়েছে। এশিয়া কাপের আগেও তা-ই হচ্ছে।
টিম বাংলাদেশের অনুশীলন চলছে, দল যাওয়ার সময় হয়ে এলো, অথচ অধিনায়ক সাকিব আল হাসানের খবর নেই। এমনকি সহঅধিনায়ক লিটন দাসও নেই।
প্রথমে সাকিব যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানের সাথে ছিলেন কিছুদিন। পরে কানাডার টি-টেন আর শ্রীলঙ্কার এলপিএল খেলায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। কবে ফিরবেন টিম বাংলাদেশের অধিনায়ক? তিনি কি এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে দেশের মাটিতে দলের সাথে আদৌ অনুশীলন করতে পারবেন? সে কৌতুহলী প্রশ্ন প্রতিটি বাংলাদেশ ভক্ত ও সমর্থকের।
আজ রাতেও এলপিএলে কোয়ালিফায়ার ২‘তে খেলা আছে বাংলাদেশ অধিনায়কের। শনিবার বি লাইভ ক্যান্ডির সাথে জিতলে ফাইনালে চলে যাবে তার দল গল টাইটান্স। ফাইনাল আগামী ২০ আগস্ট। হারলে শনিবার রাতেই এলপিএল শেষ বাংলাদেশ অধিনায়কের।
তবে তিনি পরশু ২১ আগস্ট দেশে ফেরত আসবেন, সেটাও নাকি নিশ্চিত নয়। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, আগামীকাল ২০ আগস্ট না হয় তার পরদিন মানে ২১ তারিখ দুবাইতে কোনো একটা বাণিজ্যিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা সাকিবের।
যদি তা-ই হয়, তাহলে শনিবার রাতে এলপিএল থেকে তার দল বিদায় নিলেও সোমবার রাত কিংবা মঙ্গলবারের আগে তার দেশে ফেরার কোনই সম্ভাবনা নেই। সাকিব কবে দেশে ফিরে জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন? জাতীয় দল পরিচর্যা, পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিসিবির স্ট্যান্ডিং কমিটি প্রধান জালাল ইউনুসও নিশ্চিত করে জানাতে পারেননি।
জালাল ইউনুস একা নন, বিসিবির শীর্ষ কর্তাদের একজনও দায়িত্ব নিয়ে সাকিবের এলপিএল থেকে দেশে ফেরার খবর নিশ্চিত করে বলতে পারছেন না। তবে বোর্ডের উচ্চ পর্যায়ের অতি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, সাকিব ও লিটনের ২১ আগস্ট পর্যন্ত ছুটি বা এনওসি নেওয়া আছে।
জানা গেছে, ওই ছুটি বাড়ার কোনো সম্ভাবনা নেই। বোর্ডের উচ্চ পর্যায়ের এক অতি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বোর্ড থেকে সাকিবকে যতটা সম্ভব দ্রুত দেশে ফেরার তাগিদ দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, সাকিব হয় ২১ বা ২২ আগস্ট দলের সঙ্গে যোগ দেবেন।
এদিকে একটানা ৪ দিন (মাঝে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বন্ধ ছিল) ক্লোজডোরে এগিয়ে চলার পর টিম বাংলাদেশের প্র্যাকটিসে দুইদিন বিরতি ছিল। গতকাল শুক্র ও আজ শনিবার ছুটির পর আগামীকাল ২০ আগস্ট আবার টানা তিনদিন অনুশীলন চলবে। ২৩ আগস্ট আবার অনুশীলন বিরতি। তারপর ২৪ ও ২৫ প্র্যাকটিস হয়েই শেষ।
জালাল ইউনুস জানিয়েছেন, আগামী ২৭ আগস্ট এশিয়া কাপ খেলতে কলম্বো যাবে জাতীয় দল। ৩১ আগষ্ট পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ টাইগারদের।এশিয়া কাপে নির্বাচকদের প্রতিনিধি হয়ে যাবেন অন্যতম নির্বাচক আব্দুর রাজ্জাক।
অন্যদিকে, সেপ্টেম্বরে চীনের হাংজুতে অনুষ্ঠেয় এশিয়ান গেমস ক্রিকেটে ম্যানেজার করে পাঠানো হবে হাবিবুল বাশার সুমনকে। আর ওয়ানডে বিশ্বকাপে নির্বাচক কোটায় যাবেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
Leave a Reply