দেশজুড়ে ডেস্ক: মাদারীপুরের কালকিনিতে বিষাক্ত সাপের কামড়ে আলী আকবর (৬০) নামের এক কবিরাজের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মো. আলী আকবর মাদারীপুরের কালকিনির দক্ষিণ রমজানপুরের মৃত সৈয়দ সরদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মো. আলী আকবর দক্ষিণ রমজানপুর এলাকার নিজবাড়িতে দীর্ঘদিন ধরে সাপ পালন করে আসছেন। শুক্রবার দুপুরে গোয়ালঘরে থাকা একটি বিষাক্ত সাপকে তিনি খাবার খেতে দেয়। খাবার দেওয়ার একপর্যায়ে সাপটি আলী আকবরের হাতে কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে বরিশাল মেডিকেলে নিয়ে যায় পরিবারের সদস্যরা। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, আলী আকবরের মৃত্যুর খবর পাওয়ার পর তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply