1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
সোমবার, ১২ মে ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে আদালতের নথি চুরি

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২২৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সহকারী জজ আদালতের সেরেস্তায় (দপ্তর) দেওয়ানি মামলার নথি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা করেছেন জেলা জজ আদালতের নাজির ওসমান গনি। ওসমান গনি বলেন, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে সেরেস্তা কক্ষ বন্ধ করে কর্মচারীরা চলে যায়। এরপর রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে খোলা হলে নথি চুরির বিষয়টি নজরে আসে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

এরআগে চলতি বছরের ২০ ও ২১ মার্চ রাতে সিরাজগঞ্জ পুরাতন কালেক্টরেট ভবনে ভিপি (ভেস্টেট প্রোপার্টি-অর্পিত সম্পত্তি) কৌঁসুলিদের কক্ষের তালা ভেঙে কয়েকটি আলমারিতে রাখা অন্তত ছয় শতাধিক মামলার নথি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

আদালতের সেরেস্তার একাধিক কর্মচারী জাগো নিউজকে জানান, তালাবদ্ধ কক্ষ খুলে তারা দেখেন মামলার নথি মেঝেতে এলোমেলোভাবে পড়ে আছে। আলমারিতে রাখা নথি নেই। কক্ষের পেছনের জানালার সিক ভাঙা। এ ঘটনায় কামারখন্দ ও উল্লাপাড়া উপজেলার দেওয়ানি মামলার বেশকিছু নথি চুরি হয়েছে বলে জানান তারা।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির এ ঘটনায় মামলা হয়েছে বলে নিশ্চিত করে বলেন, পুলিশ ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট