দেশজুড়ে ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি সীমান্তে ভারতীয় খাসিয়াদের ছোড়া গুলিতে আব্দুস সালাম (৫২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার (২৫ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।নিহত আব্দুস সালাম জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি আদর্শ গ্রামের মছদ্দর আলীর ছেলে।
জৈন্তাপুর মডেল থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, আব্দুস সালাম ভারতীয় সীমান্ত এলাকায় সুপারি সংগ্রহের উদ্দেশ্যে যাওয়ামাত্র ভারতীয় খাসিয়ারা শটগান দিয়ে ছররা গুলি ছোড়ে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply