দেশজুড়ে ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বিপুল হোসেন (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (১ জানুয়ারি) ভোরে উপজেলার বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্ট বাঁধের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিপুল রহমতপুর এলাকার রশিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, ওই সীমান্তের ৮৪২নং পিলার দিয়ে ভারতীয় গরু আনার চেষ্টা করেন বিপুল হোসেনসহ একদল গরু ব্যবসায়ী। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয় বিপুল হোসেনসহ কয়েকজন। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিপুল হোসেন মারা যান।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক হাসান শাহরিয়ার মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে পাটগ্রাম থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে বিপুল হোসেন নামে এক বাংলাদেশির নিহত হয়েছেন।-ঢাকা পোস্ট
Leave a Reply