দেশজুড়ে ডেস্ক : শরীয়তপুরের গোসাইরহাটে ব্রিজের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা একটি লঞ্চের ধাক্কায় ছাদে থাকা পানির ট্যাংক পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।রবিবার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার সাইক্ষ্যা ব্রিজে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী, টাঙ্গাইলের নাজিম উদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্বর্ণদ্বীপ প্লাস নামে একটি লঞ্চ রাতে ঢাকা থেকে ডামুড্যার উদ্দেশে ছেড়ে আসে। লঞ্চটি গোসাইরহাটে পৌঁছে সাইক্ষ্যা ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চে থাকা পানির ট্যাংক ফেটে নিচে যাত্রীদের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই লঞ্চের তিন যাত্রী মারা যায় এবং দুজন আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।
গোসাইরহাট থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে টাংকের নিচে চাপা পড়া পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে তিনজন মারা গেছে।
Leave a Reply