স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আলোচিত স্কুলছাত্র সনি হত্যা মামলার পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তারসহ দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (১৮জুলাই) বেলা ১১টার দিকে এএইচএম কামারুজ্জামান চত্বরে সনির পরিবার ও এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে।
সনির বাবা পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। কম সময়ে আসামীদের গ্রেপ্তার করেছেন যারা পলাতক রয়েছে তাদের গ্রেপ্তারসহ দ্রুত বিচারের জন্য আজ আমরা মানববন্ধন করেছি।
এছাড়াও রাজশাহীতে কিশোর গ্যাং ও এমন ভয়ংকর ঘটনা বন্ধে আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান এলাকাবাসী।
উল্লেখ্য গত ৩ জুলাই পূর্বশত্রুতার জেরে সনিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
Leave a Reply