স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাশিমপুর এ কে ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির আখতার জাহানের বিরুদ্ধে টিউশন ফি-ভাতা ও প্রাপ্য উচ্চতর বেতন স্কেল থেকে বঞ্চিত করে রাখার অভিযোগ করেছেন বিদ্যালয়টির সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দীক।
শনিবার রাজশাহীর সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করে শিক্ষক আবু বক্কর দাবি করেন, ২০০১ সালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির যোগসাজশে জালিয়াতির মাধ্যমে সহকারী শিক্ষক পদে নিয়োগ পান আখতার জাহান। ২০১৫ সালে প্রধান শিক্ষক পদ শূন্য হলে আখতার জাহান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হন। ওই সময় প্রধান শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া তদন্ত সাপেক্ষ্যে তাকে অপসারণের দাবিতে শিক্ষা কর্মকর্তা বরাবর আবেদন করেন আবু বক্কর।
এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক তার টিউশন ফি ও পদোন্নতি আটকে রেখেছেন। সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষককে অপসারণসহ প্রাপ্য টিউশন ফি ও পদোন্নতি পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক আবু বক্কর।
Leave a Reply