স্টাফ রিপোর্টার: স্থায়ীভাবে বহিষ্কার হচ্ছেন রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি। তাদের বহিষ্কারের সুপারিশ জমা পড়েছে কেন্দ্রে। একই সুপারিশ সহসভাপতি রাসেল আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্তর নামেও।
তদন্ত শেষে এই সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-আইন বিষয়ক সম্পাদক ও তদন্ত কমিটির সদস্য আপন দাস। নেতাদের নানান অপকর্মের তদন্ত শেষে বুধবার (১৯ অক্টোবর) এই প্রতিবেদন কেন্দ্রীয় কমিটিতে জমা দেয় তদন্ত কমিটি। তদন্ত কমিটির সদস্য আপন দাস বলেন, আমরা কেন্দ্রীয় কমিটির কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেছি। এটি নিয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সম্প্রতি রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার সঙ্গে এক নারী কর্মীর কথোপকথনের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই কল রেকর্ডে রানাকে আপত্তিকর কথাবার্তা বলতে শোনা যায়।
অন্যদিকে সাধারণ সম্পাদক অমির ফেনসিডিল সেবনের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এনিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। জেলা ছাত্রলীগের এই দুই শীর্ষ নেতার বিরুদ্ধে বিতর্কিত নানান কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তদন্ত কমিটি সরেজমিনে রাজশাহী ঘুরে গিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়।
দলীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের এই চার নেতা যে সকল কর্মকাণ্ডে জড়িত, ছাত্রলীগের গঠনতন্ত্র ও আদর্শের সঙ্গে চরম মাত্রায় সাংঘর্ষিক বলে তদন্ত কমিটির কাছে প্রতীয়মান হয়েছে। কমিটির শঙ্কা- এই চারজনের দ্বারা রাজশাহী জেলা ছাত্রলীগ পরিচালিত হলে সংগঠনের ভাবমূর্তি চরমভাবে বিনষ্ট হবে। ফলে তাদের স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন অমির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply