দেশজুড়ে ডেস্ক: সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার (২১ মে) রাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের ওপর ঘটে এই দুর্ঘটনা।
নিহতরা হলেন পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আকাশ (১৬) ও একই গ্রামের নিমাই মন্ডলের ছেলে অঙ্কুশ মণ্ডল (১৭)। তারা দুজনই পাটকেলঘাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র। সবশেষ রবিবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল তারা।
পুলিশ জানায়, আকাশ ও অঙ্কুশ মণ্ডল একটি মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার সুরুলিয়া গ্রামের নিজেদের বাড়ি যাচ্ছিল। রাত ৮টার দিকে বিনেরপোতা ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আকাশ ও অঙ্কুশ ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply