দেশজুড়ে ডেস্ক : গাইবান্ধায় হাসপাতালে নেয়ার পথে ইজিবাইকের ভেতরে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন সালমা বেগম (২৪) নামে এক প্রসূতি।ন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে পৌঁছানোর আগেই জেলা শহরের ডিবি রোডের কাচারি বাজার এলাকায় এই সন্তানের জন্ম দেন সালমা। তিনি গাইবান্ধা সদর উপজেলার গ্রামের বেড়াডাঙ্গা গ্রামের আলম মিয়ার মেয়ে।
স্বজনরা জানান দুপুরে সালমার প্রসব বেদনা উঠলে তাকে একটি ইজিবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। ইজিবাইকটি হাসপাতালে পৌঁছানোর আগেই একটি কন্যা সন্তানের জন্ম দেন সালমা। পরে নবজাতকসহ সালমাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেন স্বজনরা।
মা ও নবজাতক সুস্থ রয়েছে জানিয়ে গাইবান্ধা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তানভির রহমান কল্লোল বলেন, তাদের চিকিৎসা চলছে।
Leave a Reply